আর্জেন্টিনাকে বলিভিয়ার হুমকি

আর্জেন্টিনাকে বলিভিয়ার হুমকি

স্পোর্টস ডেস্ক: বলিভিয়ার নিজেদের মাটিতে খেলা বলেই বাছাইপর্বের ম্যাচটি নিয়ে আশাবাদি দলটি। রাজধানী লা পাজের হার্নান্দো সিলেস স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচুতে বলে যেকোনো প্রতিপক্ষ কেবল ম্যাচ হারেরই নয়, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাতেও থাকে। খেলতে গিয়ে এই মাঠে অসুস্থ হয়ে গেছেন, তার নজিরও নেহায়েত কম নয়।

প্রতিপক্ষের এই ভয়ের সুযোগটাই কাজে লাগাতে চান বলিভিয়ার কোচ সিজার ফ্যারিয়াস। আগামী গতকাল মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাকে সামনে রেখে তিনি বলেন, ‘হার্নান্দো সিলেসে খেলাটা অন্য যেকোনো জায়গার থেকে আলাদা। ওরা যতই বলুক না কেন আমরা নোংরা ফুটবল খেলি সেটা কোনো ঘটনা না। তবে, এই উচ্চতায় আমরা প্রতিপক্ষের কলিজা বের করে খেয়ে ফেলতে চাই।’

বলিভিয়ান কোচের এই আগাম হুমকি তো আছেই, আরেকটি দুঃসংবাদ যোগ হলো আর্জেন্টিনা শিবিরে। এ ম্যাচে তারকা ফরোয়ার্ড পাওলো দিবালাকে পাচ্ছে না দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত পেটের সমস্যার কারণে দল থেকে ছিটকে গেছেন দিবালা। আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল টুইটারে গতকাল সোমবার এই বিষয়টি জানানো হয়।

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতে গেল শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে দলের জয়সূচক গোলটি পেনাল্টি থেকে করেন লিওনেল মেসি। সেই ম্যাচে অবশ্য ছিলেন না দিবালা।

বিআলো/শিলি