করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে মাক্স বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে মাক্স বিতরণ

মোঃ আব্দুল আজিম, দিনাজপুর ॥ দিনাজপুর সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রিন্স’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থী ও শহরের সাধারন মানুষের মাঝে বিন্যা মূল্যে ২ শত পিস মাক্স বিরতণ ও শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
মাক্স ও লিফলেট বিতরণকালে মেহেদী হাসান প্রিন্স সকলের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সব সময় নিজেকে পরিস্কার পরিছন্ন রাখতে হবে। যদি সর্দি কাশি হয় তাহলে নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিতে হবে। সারাবিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সেই মহুর্তে আমাদের স্বল্প পরিসরে চেষ্টা অসহায় ও দারিদ্র মানুষের মাঝে মাক্স বিতরণ।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক ব্যবস্থা গ্রহন করেছেন। দিনাজপুরেও করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হলে তাদের সু-চিকিৎসার জন্য রয়েছে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারী কলেজের শিক্ষক মোঃ মুকুল হোসনে, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ তাকিব, মেহেদী, সাগর, শোভন প্রমুখ। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগীতা করেন ইরফান খান পাপ্পু।