ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে দাম

ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে দাম

নিজস্ব প্রতিবেদক  : আবারো অস্থির পেঁয়াজের বাজার। ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়ার পর আবরো সক্রিয় হয়ে উঠেছে দেশের ব্যবসায়ীরা। তারা এই অজুহাতে দাম বাড়াচ্ছেন ঘণ্টায় ঘন্টায়। কয়েক ঘন্টার ব্যবধানে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারতের ওপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার খুঁজতে হবে। আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দিয়েছেন ভোক্তারা । 

 

গেল কয়েকদিন ধরেই দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম । এরই মধ্যে আবার সোমবার আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়  ভারত।  এ কারণে গতকাল দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে ভারত থেকে  পেঁয়াজ আসেনি ।

 

দিনাজপুরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুন। সোমবার পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। মঙ্গলবার তা বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ৯০ টাকায় । পেঁয়াজের দরের এমন উর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। 

 

ব্যবসায়ীরা বলছেন, আমাদনীকারকরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে বাধ্য হচ্ছেন তারা । 

 

হিলিস্থলবন্দরের আমদানী রপ্তানী গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমের কথা বলে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন মধ্যস্বত্বভোগীরা ।   চট্টগ্রামের  বিভিন্ন খুচরা বাজারে ৩৫টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫টাকায়।  আর ৪৫ টাকার দেশি  পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০টাকায়।

 

তবে ভারত ছাড়া অন্য কোন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন , খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা হাজী মো. ইদ্রিস। 

 

এদিকে, সিরাজগঞ্জের খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দর বেড়েছে ৪০-৫০ টাকা। 

 

উল্লেখ্য যে, গত বছর ৩০ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। এতে দেশের বাজারে পেঁয়াজের দামে শতক হয়, দ্বিশতক হয় ।