জামায়াত ছাড়া বিএনপি অচল: অ্যাডভোকেট কামরুল ইসলাম

জামায়াত ছাড়া বিএনপি অচল: অ্যাডভোকেট কামরুল ইসলাম
বাংলাদেশের আলো

ইবনে ফরহাদ তুরাগ : ‘জামায়াত শিবিরকে রাজনীতির সুযোগ দিতে হবে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জামায়াত ছাড়া বিএনপি অচল।

গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে আয়োজিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪৭ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের হাতে ত্রাণ তুলে দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, চলতি বছরের মধ্যে দেশের ৭০ ভাগ মানুষকে করোনা টিকা দেবে সরকার। স্কুল, কলেজের শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে টিকা পায় সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। এ আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের মাঝে বিতরণকৃত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে উদ্ধারে মাঠে নেমেছে। মির্জা ফখরুল ইসলাম জামায়াতের রক্ষাকবচ হিসেবে আজকে তিনি মাঠে নেমেছেন। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী দলকে সঙ্গে নেই না। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. নূরে আলম চৌধুরী, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শেফালী আক্তারসহ কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিআলো/ইলিয়াস