পানিবন্দি জামালপুরের ৭ উপজেলার ৭০ হাজার মানুষ

পানিবন্দি জামালপুরের ৭ উপজেলার ৭০ হাজার মানুষ

জামালপুর প্রতিনিধি : উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৭ উপজেলার ৭০হাজার মানুষ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুৃটছে পানিবন্দিরা।

মঙ্গলবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৪সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নুতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। বন্যার পানি হুহু করে প্রবেশ করছে বিস্তীর্ণ জনপদে। এতে জেলার ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জসহ জেলার ৭টি উপজেলার ৩২টি ইউনিয়নের দেড়শতাধিক গ্রামের বন্যা কবলিত হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পানি ওঠায় ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিক্যাল টিম, ৪৬১টি আশ্রয়কেন্দ্র ও চার হাজার প্যাকেট শুকনো খাবার। তবে বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম না থাকায় বন্যা কবলিতরা অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে।


বিআলো/শিলি