ফাইভ-জি ট্যাবলেট আনলো স্যামসাং

ফাইভ-জি ট্যাবলেট আনলো স্যামসাং

বাংলাদেশের আলো ডেস্ক: বিশ্বের প্রথম ফাইভ-জি ট্যাবলেট ‘গ্যালাক্সি এস৬ ৫জি’ বাজারে ছেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। ট্যাবলেটটির ওজন ৪২০ গ্রাম।


গ্যালাক্সি এস৬ ৫জি ডিভাইসটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে।


স্মার্ট ‘এস’ পেন সমর্থনকারী ডিভাইসটিতে আরো থাকছে ‘একেজি-টিউনড’ কোয়াড স্পিকার। স্টোরেজ থাকছে ১২৮ গিগাবাইট। ধূসর রঙে মিলবে।


শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারে ৫জি ট্যাবলেট ছেড়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ বিক্রি শুরু হবে তা জানায়নি প্রতিষ্ঠানটি।


গত বছরের হিসেব অনুযায়ী, বৈশ্বিক ৫জি স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং।


দেশটির স্থানীয় বাজারে ৯ লাখ ৯৯ হাজার ৯০০ ওন বা ৮৫০ ডলারেবিক্রি করা হচ্ছে ডিভাইসটি।