ফেসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ জালিয়াতি

ফেসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ জালিয়াতি

সুমন সরদার: ফেসবুকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার রাতে সিআইডির একটি টিম রাজধানীর এয়ারপোর্ট ও ভাটারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি ওই নাগরিকদের গ্রেফতার করিই 

গ্রেফতারকৃত সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা হলেন- ক্যামেরুনের নাগরিক সোলেমান এনজুগাং টেগোমো বার্টেইন (৪৭), এনজুনাং টউসার্জ ক্রিশ্চিয়ান (৩৮), কেনিয়ার নাগরিক ওয়াই কোঙ্গো আর্নাস্ট ইব্রাহিম (৪২)।

সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বাংলাদেশে অবস্থান করে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে তারা ওই ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন গিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত।

‘জেনিটারি’ নামের মহিলার ফেসবুক আইডি ব্যবহার করে ভুক্তভোগী বরিশালের আরিফুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। জেনিটারি নিজেকে একজন আমেরিকান হিসেবে তাঁকে পরিচয় দেয় আরিফুলের জন্য ডিপ্লোমেটিক কুরিয়ার এজেন্টের মাধ্যমে উপহার পাঠাবে বলে জানায়। পরে বিভিন্ন উপহারসামগ্রী পাঠানোর কথা বলে এ চক্রটি বিভিন্ন সময়ে নগদ আট লাখ ৭০ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকাসহ সর্বমোট ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সিআইডি ঢাকা মেট্রোর  অ্যাডিশনাল আইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন,  ‘যে চক্রটি ধরা পড়েছে তারা ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছিল। তারা খুবই চালাক এবং ধূর্ত প্রকৃতির। ধারণা করছি যে সংঘবদ্ধ হয়ে দুজন-তিনজন মিলে এসব করছে। এমন হতে পারে সারা দেশে তারা নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছে। এদের সঙ্গে দেশের যারা জড়িত আছে, তাদের ধরার জন্য চেষ্টা চলছে।’