বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

 

সাভার প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে ধামরাই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক শ্রমিকরা। অবরোধের মুখে সড়কের দু'পাশে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।


আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ধামরাইয়ের জয়পুর এলাকায় সড়কে নেমে আসে স্থানীয় উদীচী গার্মেন্টসের শ্রমিকরা।

শ্রমিকদের দাবি মালিকপক্ষ তাদেরকে দিয়ে কাজ করিও বেতন দিচ্ছিলেন না। দুই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানায় গিয়ে তার কোনো আলামত না পেয়ে সড়কে নেমে আসেন শ্রমিকরা।


খোদেজা আক্তার নামের একজন শ্রমিক জানান, বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বতে না পেয়ে এখন পেট চালানোই তাদের দায় হয়ে পড়েছে।


অবরোধের মুখে সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকে পড়া ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।


ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে।

বিআলো/শিলি