বার্সার ক্যাম্প ন্যুতে আসছেন মরিনহো

বার্সার ক্যাম্প ন্যুতে আসছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক: হোসে মরিনহো যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তখন প্রতি মৌসুমেই বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে যেতেন। রিয়াল-বার্সার ‘এল ক্লাসিকো’র অন্যতম কেন্দ্রবিন্দু থাকতেন এই পর্তুগিজ কোচ। মরিনহো বর্তমানে ইতালিয়ান ক্লাব এএস রোমার দায়িত্বে আছেন। বর্তমান শিস্যদের নিয়ে ফের সেই ক্যাম্প ন্যু যাচ্ছেন তিনি।

আগামী মৌসুম শুরুর আগে হোয়ান গাম্পার ট্রফিতে লড়বে বার্সেলোনা ও রোমা। গাম্পার ছিলেন স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ফুটবলার ও সভাপতি। গাম্পারকে শ্রদ্ধা জানাতে তাঁর নামানুসারে নতুন মৌসুমের আগে একটি ম্যাচ আয়োজন করে থাকে বার্সা। এবার গাম্পার ট্রফির ৫৭তম আসর মাঠে গড়াতে যাচ্ছে।

বুধবার এক বিবৃতিতে প্রতিপক্ষের নাম ও দিনক্ষণ নিশ্চিত করেছে বার্সা। গত বছরের মতো এবারও বার্সেলোনার ছেলে ও মেয়েদের দল অংশ নেবে গাম্পার ট্রফিতে। আগামী ৬ আগস্ট বার্সার উভয় দলেরই প্রতিপক্ষ রোমা।

গাম্পার ট্রফিতে খেলা রোমার জন্য অবশ্য নতুন নয়। ২০১৫ সালে এই টুর্নামেন্টে খেলেছে দলটি। সেবার রোমাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বার্সা পুরুষ দল।

বিআলো/শিলি