মানুষের জীবন মান উন্নয়নই প্রকৃত উন্নয়ন : জিএম কাদের

মানুষের জীবন মান উন্নয়নই প্রকৃত উন্নয়ন : জিএম কাদের

নিজেস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ হলেও প্রকৃত উন্নয়ন সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র, বৈষম্য, দলবাজী, চাঁদাবাজী, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি। তাই দেশের মানুষের মুক্তি সংগ্রাম এগিয়ে নিতেই জাতীয় পার্টির রাজনীতি।


তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশাসন এবং রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করে জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করবে।
শনিবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে বাংলাদেশ জনদলের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, অনেক মানুষ টাকার অভাবে সন্তানের চিকিৎসা করতে পারেনা, আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুশাসন নিশ্চিত হলে কোনো মানুষ বঞ্চিত হতে পারেনা। আইনের শাসনের অভাবে রাস্তায় বের হলেই মানুষ খুন, গুম ও ধর্ষণের শিকার হচ্ছে।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় নেতা ফকরুল আহসান শাহজাদা, মো হেলাল উদ্দিন, এম.এ. রাজ্জাক খান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

বাংলাদেশ জনদল (বি.জে.ডি) থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব- সেলিম আহমেদ, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র এস.এম. হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান হাবিব ও আবুল হাসেম সরকার।

 

বিআলো/শিলি