শোক কাটিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে কাউন্সিলর সাইদুল মাদবর

শোক কাটিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে কাউন্সিলর সাইদুল মাদবর

ইবনে ফরহাদ তুরাগ: স্ত্রীর মৃত্যু শোক কাটিয়ে আবারও একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থেকে উন্নয়ন কাজ পরিদর্শন করে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর।

গত ৩০ জুলাই সকালে ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবরের সহধর্মিণী ইসরাত জাহান ঝর্না ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবরের সহধর্মিণীর মৃত্যুতে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সারা দেশের অসংখ্য মানুষ শোক প্রকাশ করেন। এ সময় কাউন্সিলর ও তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে কোভিড পরিস্থিতির মধ্যেও ছুটে আসেন অসংখ্য মানুষ। 

তবে সম্প্রতি শোক কাটিয়ে সামাজিক সেবামূলক কাজ দিয়ে নিজের জনপ্রতিনিধিত্ব শুরু করেন কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর। এরপর হতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন তিনি। এরই ধারিবাহিকতায় গত সোমবার কামরাঙ্গীরচরে প্রস্তাবিত ঢাকা সাবওয়ে (পাতাল রেল) নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং প্রাথমিক নকশা প্রণয়ন পর্বের মতবিনিময় সভায় প্রস্তাবিত পরিকল্পনা ও ম্যাপ পরিদর্শন করেন কাউন্সিলর। 

এর আগে নিজের সহধর্মিণী ইসরাত জাহান ঝর্নার কবর জিয়ারত করেন তিনি। এরপর কাউন্সিলর নিজে ঘুরে ঘুরে ৫৭নং ওয়ার্ডের উন্নয়ন কাজগুলো পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ডের আওতাধীন মুসলিমবাগ ও মাদবর বাজার রোডের উন্নয়ন কাজের দায়িত্বে থাকা ঠিকাদারদের নানা দিক নির্দেশনা দেন। এখানে উন্নয়ন কাজগুলো পরিদর্শন শেষে কাউন্সিলর বুড়িগঙ্গা সীমানা পিলারের উন্নয়ন অগ্রগতি পরিদর্শনে যান এবং কাজগুলা তদারকি শেষে সংশ্লিষ্ট ঠিকাদারদের উন্নয়ন কাজের ব্যাপারে নানাবিধ দিক নির্দেশনা দেন ডিএসসিসির এই ওয়ার্ড কাউন্সিলর। 

জানা যায়, করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় গণটিকা কার্যক্রম, ডেঙ্গু মোকাবিলায় মশার ওষুধ ছিটানো, জাতীয় শোকদিবস উপলক্ষে সভা সমাবেশ ও কাঙালীভোজের আয়োজন, এলাকার দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনে সুয়ারেজ লাইন পরিষ্কারসহ ৫৭নং ওয়ার্ডের ৩টি নতুন রাস্তা ঢালাইসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ পরিদর্শন করে যাচ্ছেন ডিএসসিসির এই ওয়ার্ড কাউন্সিলর। সেই সঙ্গে এতিমদের সঙ্গে নিয়ে খাবার গ্রহণসহ লকডাউনে কর্মহীন ও দরিদ্রদের মাঝে চলমান ত্রাণ বিতরণ করে যাচ্ছেন তিনি।

বিআলো/ইলিয়াস