শ্রীনগরে নৌকার মাঝি হলেন যারা

শ্রীনগরে নৌকার মাঝি হলেন যারা

নাজমুল হক খান সুজন, শ্রীনগর মুন্সীগঞ্জ: আসন্ন ইউপি নির্বাচন-২০২১ নির্বাচনের দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করা হয়েছে। গত রবিবার ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত এই চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণা আসার পর রাতেই তৃণমূলে হৈচৈ পড়ে যায়। যাদের নাম ঘোষণা হয়েছে তাদের কর্মী সমর্থকরা উৎসবে মেতে উঠেন। 

নামের তালিকায় গেল বারের প্রার্থীই বেশি। পরিবর্তন এসেছে গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত বাড়ৈখালী, আটপাড়া ও কুকুটিয়া ইউনিয়নে। শ্যামসিদ্ধি ইউনিয়নে গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম মামুনকে এবারও নৌকা দেওয়া হয়েছে। একই অবস্থা হাঁসাড়া ইউনিয়নে। গেল নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত আহসান হাবিবকে এবারও নৌকা দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে পাটাভোগ ইউনিয়ন পরিষদে। নৌকা নিয়ে বিজয়ী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আল মামুনের পরিবর্তে আনা হয়েছে নতুন মুখ। পাটাভোগে নৌকা পেয়েছেন হামিদুল্লাহ খান মুন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঠিক নাম এখনও জানা যায়নি।

যারা নৌকা প্রতীক পেয়েছেন:

শ্রীনগর: উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলহাজ মোখলেছুর রহমান। ষোলঘর: আ.লীগের কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য ও উপজেলা আ.লীগের উপদেষ্টা এবং বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম। কুকুটিয়া: ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু। আটপাড়া: উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম মাসুদ। বীরতারা: উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আজিম হোসেন খান। হাঁসাড়া: ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আহসান হাবিব। ভাগ্যকুল: আ.লীগ নেতা ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত। বাঘড়া: ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম। পাটাভোগ: উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন। রাঢ়িখাল: উপজেলা আ.লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী। বাড়ৈখালী: ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন। শ্যামসিদ্ধি: উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন। তন্তর: ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন। 

বিআলো/ইলিয়াস