২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ মানুষের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ মানুষের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ পৌঁছে গেল দুই লাখের দ্বারপ্রান্তে। মাত্র দুই সপ্তাহের মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দশ হাজারের কম থেকে পৌঁছেছে দুই লাখের দোরগোড়ায়। আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বুধবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। যা মঙ্গলবারের তুলনায় ১৫ দশমিক ৮ শতাংশ বেশি। সর্বশেষ এই পরিসংখ্যানসহ ভারতে সংক্রমিত মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনে।

এদিকে আক্রান্তের পাশাপাশি বুধবার ভারতে বেড়েছে দৈনিক প্রাণহানির সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আরো ৪৪২ জন প্রাণ হারিয়েছেন। ভারতের সব রাজ্যে আক্রান্ত বাড়লেও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনে।

এছাড়া ভারতে করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ জনে। পুরো ভারতের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

অন্যদিকে ওমিক্রনের ধাক্কায় ভারতে সংক্রমণের হার ফের ১০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে সংক্রমণের হার ১১ দশমিক ০৫ শতাংশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহজুড়ে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি।

সংক্রমণের বিচারে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে দিল্লি ও পশ্চিমবঙ্গ রাজ্য।


বিআলো/শিলি