বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী এ তথ্য জানিয়েছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে পদ্মানদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ জন্য দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে বাংলাবাজার ও শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় পদ্মায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।
এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলেও ঘাট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিনগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিআলো/শিলি
মন্তব্য করুন