কবিতা

কবিতা

শাহনাজ মিয়াজী : 

সোনামনির জন্ম

**************

চাঁদের কনা লক্ষী সোনা

উঠে খালার কোলে,

ফুলের হাসি রাশি রাশি

খুশির জোয়ার তোলে।

চাঁদটি যেন চাঁদের কোলে

কত্ত কথা বলে,

আলোর জ্যোতি জ্বালছে বাতি

আঁধার গেছে চলে।

স্বর্গ থেকে পড়়ল খসে

একটি চাঁদের কনা,

বাবা মায়ের চোখের মনি

মোদের ছোট্ট মনা।

খুশির যেন বান ডেকেছে

আজকে হেনার ঘরে,

মিষ্টিমুখে সুখের বন্যা

সব স্বজনের তরে।

দোয়া করি চাঁদটি হাসুক

হাজার বছর ধরে,

আলোর প্রদীপ জ্বালাক সে যে

পৃথিবীর সব ঘরে।।

 

বি আলো / মুন্নী