কবিতা

কবিতা

এম হান্নান মিয়াজী: 

 

কবিতার ঘুড্ডি

*************

সম্মতি আজ সবাই দিল-উড়বে ঘুড়ি আকাশে,

বিমানসেনা কলমখুলে মনের কথা লিখবে যে।

আকাশ যোদ্ধা নইতো শুধু-কলম যোদ্বাও মোরা যে,

দেখবে ভুবন পড়বে সুজন - জানবে মনের কথা যে।

ঘুড়ি হয়ে উড়বে তবে-বায়ু সেনার ইচ্ছে যে,

সাদাখামে এঁকে দিব কালো হীরের পংতি যে।

প্রজাপতির মিলন হবে-বই মেলারই ষ্টলে,

দেখবে লোকে উড়ছে ঘুড়ি -বিমান সেনার মন্ত্রে যে।

ফুটবে গোলাপ হাসবে সমাজ-কলম যোদ্বার আঁচরে,

একটু করে ঠাঁই যদি পাই গুনীজনের অন্তরে।

মুক্ত আকাশ মুক্ত ঘুড়ি -নাটাই মোদের হাতে যে,

ভালবাস ছড়িয়ে দিব-এ সমাজের অন্দরে।

খুঁজবে ঘুড়ি আনবে নুড়ি-সাগর জলের পাতালে,

লক্ষ নুড়ি গড়বে ঘুড়ি-মুক্ত উড়বে বাতাসে।

ঘুড়ির সূতোয় বেঁধে যাব উত্তোসরীর স্বপ্ন যে,

কথামালায় আনব তুলে-মাতৃ ভূমির ইচ্ছে রে।

গড়বে ঘুড়ি ভুরি ভুড়ি-কল্প কথার গল্প যে,

মায়ের কথায় মায়ের ভাষায় -আধাঁরটাকে রুখব যে।

কথা দিলাম মা'কে ছুঁয়ে -মুক্ত রাখব ঘুড়িকে,

বাস্তবতা আনব তুলে ঘুড়ির প্রতি পড়তে।

সাম্যের সূঁতোয় বাঁধবে ঘুড়ি-গড়বে নতুন সমাজকে,

কেবা কালো কেবা সাদা-গুচবে মনের ফারাক যে।

জাতি ধর্ম নাই বেদাবেধ মানুষ আমরা সকলে,

এক বিধাতার সৃষ্টি মোরা-একই রক্ত শরীরে।।

 

বি আলো / মুন্নী