কবিতা

কবিতা
এম হান্নান মিয়াজী ,সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বাংলাদেশ বিমান বাহিনী

এম হান্নান মিয়াজী: 

ভালবাসায় "দৈনিক বাংলাদেশের আলো"
 

ভালবাসা সিক্ত আজি বাংলাদেশের আলো,

তোমার ছোঁয়ায় দূর হয়ে যাক- সমাজের সব কালো।

ন্যায়ের পথের লিখনী তুমি -রোজ সকলের আলো,

বাংলাদেশের আঁধার ঘুচিয়ে -সত্যের মশাল জ্বালো।

জন্মেই তুমি ঝড় তুলেছ -জ্বলেছো নিজের আলো,

নির্ভীক তোমার কলাকূশলী -সংবাদ কর্মী ভালো।

চায়ের কাপে ঝড় তুলে দাও -লিখে সব নতুন দিক,

মুখে মুখে হয় জয়গান - তোমার খবরই ঠিক।

নাই কি বল তোমার মাঝে -গল্প কবিতা হাস্যরসের দিক,

সকল বিয়ের ভাণ্ডার যেন - সত্য প্রকাশে নির্ভিক।

অনলাইনে তুমি আলোর মশাল- খুলে দিয়েছ দ্বার,

সারা বিশ্বে মেলেছ পাখা -রোধবার ক্ষমতা কার?

আধাঁরে তুমি আলোর প্রদীপ - কেবলই নিয়ে আসো,

বিশ্বটাকে এক কাগজে - লিখতে ভালবাসো।

আর্শিবাদ তব রইল তোমায়- এমনি করে বাঁচো,

বাংলাদেশের আলো হয়েই- মোদের হৃদয়ে আছো।

বাংলাদেশের আলো ছড়াক- সারা দুনিয়ার মাঝে,

প্রশংসা তোমার ছড়িতে পরুক- সকল ভাল কাজে।

মানুষের দুঃখে দুঃখী হও তুমি - মানুষের হাসায় হাসো,

বিশ্বের মাঝে আর্শিবাদ হয়ে - অন্যায়কে তুমি নাশো।

(বাংলাদেশের আলো পত্রিকার ১৩ বর্ষ পূর্তিতে)

 

বি আলো /মুন্নী