‘রাষ্ট্রীয় ডাক’

‘রাষ্ট্রীয় ডাক’
জেসমিন আবেদীন

‘রাষ্ট্রীয় ডাক’

এই বাংলাদেশ যা ব্যাখ্যা করে 
শহীদদের ত্যাগের ইতিহাস, 
জাতির পিতার ব্যার্থ স্বপ্ন।
কোটি বাঙ্গালীর জাতিও লজ্জা।
অস্তিমিত সূর্য্য আর গলিত মজ্জা।

পানের পিকের জং ধরা রংয়ে
চ্যাকচ্যাকা শিক্ষা অধিদপ্তরের খাতা,
শ্যাওলা পড়া হাসপাতালের দেয়াল,
পাশে আনন্দে ঝুলন্ত ফার্নের পাতা।

ডোমের গায়ে অন্ধ করা মদের গন্ধ,
তুমি আমি বিগ্রে যাওয়া ক্লার্ক,
পিয়ন কিংবা অফিসার মন্দ।

মেতে উঠো জাতি বিজয়ের উল্লাসে
পতিতার গায়ে মৌলভীর আতরের
সুগন্ধি ভাসে দক্ষিণা বাতাসে।

বেকার ছাত্র নেতা অপেক্ষায় থাক
তার জন্যে যদি সুখের বার্তা
বয়ে আনে রাষ্ট্রীয় ডাক।

জাতির পিতার ভাস্কর্য ভেঙে 
ধর্ম প্রতিষ্ঠা চলে তবুও পাকিদের,
জবাবদিহী করতে হয় ধুমপান করলে
উন্মুক্ত পরিবেশে নারী নাকি পুরুষ বাকিদের।

উল্লাসে মাতো বাঙ্গালী তোমরা
বাংলাদেশ আজ মুক্ত,
তবুও পথ শিশুরা কাটায় রাত
রাস্তায় ঘুরে অভুক্ত। 

তবুও তারা সুখের অপেক্ষায় থাক
যদি তাদের জন্যে সুখের বার্তা
বয়ে আনে রাষ্ট্রীয় ডাক।
লেখক পরিচিতি: জেসমিন আবেদীন জেনি , কবি।