কবিতা

কবিতা
এম হান্নান মিয়াজী

এম হান্নান মিয়াজী :

 

 বিচার
 

বোরখা গায়ে খেয়া নায়ে,
সাহেদ পরল ধরা।
অস্ত্রনিয়ে যাচ্ছিল সে,
এখন হাতে কড়া।
র‌্যাবের হাতে পরল ধরা-
সাহেদ বাবা ধন,
রিমান্ডেতে বুঝবে মজা-
বন্ধু ছিল ক'জন।
দেবহাটাতে দেবেরা তার-
হলোনা যে সহায়,
ভারত যাবার স্বপ্ন তাহার-
ভেঙ্গে অসহায়।
ফুলের মালা পায়নি গলে -
গামছা দিয়ে তাই,
দেখ বেটা কেমন করে-
শ্বশুড় বাড়ি যায়।
তবুও সে যে অনেক দামী-
দেখে বুঝা যায়,
হেলিকপ্টার চড়ে বেটা-
এসেছে যে ঢাকায়।
বিচার তাহার হবে কিযে-
আমরা নাহি জানি,
রানা প্লাজার রানা বেটার-
পায়ে পায়নি পানি।
আমরা শুধু আশায় থাকি-
বিচার চেয়ে যাই,
পাওয়া আর না পাওয়ার-
হিসাবটা মিলাই।
 

বি আলো/মুন্নী