আজ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বন্ধ - জেলা প্রশাসন

আজ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বন্ধ - জেলা প্রশাসন

হেলাল উদ্দিন, টেকনাফ  প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রভাব এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের নিয়োজিত সার্ভিস ট্রলারগুলো চলাচল করবে । স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

১লা এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে এ নৌপথে  চলাচলকারী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। 

৩১ মার্চ বুধবার রাতে  তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি বলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নির্দেশনা ১লা এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই নৌপথে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালামের ১৫ এপ্রিল পর্যন্ত চলাচলের অনুমতি ছিল। ’ 

অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় (বিআইডব্লিটিএ) টেকনাফে স্টেশনের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন, গত বছরের ১২ নভেম্বর থেকে  এ নৌপথে পর্যটক পরিবহনের জন্য  বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছিল। জাহাজগুলো হল- গ্রীন লাইন-১, বে ক্রুজ, এমভি পারিজাত, এমভি অ্যাটলান্টিক ক্রুজ, এমভি ফারহান-১, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালাম।

এরমধ্যে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত  কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালামের অনুমতি থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। 

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে ১৮ দফা নির্দশনা বাস্তবায়নের জেলা ও উপজেলা প্রশাসন  মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। করোনা প্রার্দুভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩১ মার্চ বুধবার সকালে দুইটি জাহাজে করে প্রায় তিন শতাধিক পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে গিয়েছিল।

এদিকে , সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জাহাজ চলাচল বন্ধ বিষয়ে পুরো দ্বীপে মাইকিং করা হয়েছে। বিকেলের দিকে জাহাজে করে পর্যটকরা ফিরে এসেছেন টেকনাফে। এরমধ্যেও যদি কোনো পর্যটক দ্বীপে অবস্থান করে থাকেন তাদের ফেরত আনতে আমরা সহতায় করব।’

এ প্রসঙ্গে জানতে চাইলে কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম ও এমভি শহীদ সালামের ব্যবস্থাপক মোহাম্মদ রাসেল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ১লা এপ্রিল বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিন নৌপথে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ৩১ মার্চ বূধবার বেড়াতে যাওয়া অধিকাংশ পর্যটককে সেন্টমার্টিন থেকে ফেরত আনা হয়েছে । তবে ১৫ এপ্রিল পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচলের অনুমতি ছিল আমাদের।