জাপানের দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের সঙ্গে থাকবে

জাপানের দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের সঙ্গে থাকবে

নিজস্ব প্রতিবেদক: জাপান থেকে আসা দুই শিশু ২৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক এরিকো নাকানোর সঙ্গে থাকবে। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার এই সিদ্ধান্ত দিয়েছেন।

দুই শিশু কার সঙ্গে থাকবে, তা জানিয়ে গত ১৫ ডিসেম্বর আপিল বিভাগ আদেশ দিয়ে গতকাল সোমবার দিন রেখেছিলেন। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে আদালত আবেদনকারী পক্ষকে (মা) ২৩ জানুয়ারির মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। এ ছাড়া আপিল বিভাগের ইতিপূর্বের আদেশ (১৫ ডিসেম্বর) সংশোধন চেয়ে শিশুদের বাবার করা আবেদনটি নথিভুক্ত রেখেছেন আদালত।

আদালতে মায়ের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম। শিশুদের মা ও বাবা আদালতে উপস্থিত ছিলেন। ২০০৮ সালের ১১ জুলাই এরিকো ও ইমরানের বিয়ে হয়, তাঁদের তিন মেয়েসন্তান রয়েছে।

গত বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো।

ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে ১৯ আগস্ট রিট করেন তিনি। পরে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।

বিআলো/শিলি