নতুন ভোটারদের ম্যাসেজ করে এনআইডি নম্বর দেবে ইসি

নতুন ভোটারদের ম্যাসেজ করে এনআইডি নম্বর দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক: ভোটার নিবন্ধন করেও এখনো যে সকল নাগরিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পান নি তাদেরকে মোবাইলে ম্যাসেজ করে স্ব স্ব এনআইডি (জাতীয় পরিচয় পত্র) নম্বর পাঠানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি।

এসব ভোটাররা গত দু-তিন বছরেও এনআইডি নম্বর না পাওয়ায় নানা ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পড়ছেন অনেক বিড়ম্বনায়। তাদের ব্যাংক একাউন্ট খোলা থেকে পাসপোর্ট করা, টিকা নিবন্ধনসহ নানা প্রয়োজনে এনআইডি জরুরি হয়ে পড়েছে।

এমনকি লকডাউনে পুলিশ পাশেও এনআইডি নম্বর প্রয়োজন হয়েছে। সে কারণে এসব ভোটাররা অনেকই স্থানীয় নির্বাচনী অফিসসহ আগরগাঁওস্থ নির্বাচন ভবনে বহুবার ধণ্যে দিচ্ছেন। আর করোনার এ সময়ে সরাসরি এনআইডি হাতে পৌঁছে দেয়া জটিল মনে করে আপাতত কাজ চালিয়ে নেবার জন্য তাদেরকে এনআইডি নম্বরটি মোবাইলে ম্যাসেজ করে পাঠানোর ব্যবস্থা নিয়েছে ইসি।

ইসির এনআইডি বিভাগ সূত্রে জানা গেছে- এনআইডি না পেয়ে যারা সমস্যায় রয়েছেন, বা যাদের কেবল এনআইডি নম্বর প্রয়োজন তারা ১০৫ নম্বরে মাসেজ পাঠালে ফিরতি বার্তায় কাঙ্খিত নম্বর পেয়ে যাবেন। পরে তারা নিজে অনলাইন থেকে তাদের এনআইডি ডাউন লোড করে নিয়ে কাজ চালাতে পারবেন।

এক্ষেত্রে মোবাইলে ক্ষুদে বার্তার অপশনে গিয়ে ইংরেজিতে ঘওউ লিখে স্পেস দিতে হবে। এরপর লিখতে হবে ভোটার হওয়ার নিবন্ধন ফরম নম্বর। তারপর আবার স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্মতারিখ লিখে পাঠাতে হবে ১০৫ নম্বরে।

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, করোনা পরিস্থিতির জন্য এখনো সবার হাতে এনআইডি পৌছুতে পারেনি। এখন এনআইডি কপি জমা না দিলে প্রায় কোন কাজই হয় না। এজন্য যাদের জরুরি ভিত্তিতে নম্বর প্রয়োজন, তারা তাদের নাম, আবেদন ফর্মের নম্বর ও জম্ম তারিখ মোবাইলে মেসেজ করে ১০৫ নম্বরে পাঠালে আমরা তাদেরকে এনআইডি নম্বরটা জানিয়ে দেবো। এছাড়া অনলাইনে নিজের এনআইডি নিজেই ডাউনলোড করো নেয়ার সুযোগ তো আছেই।

বিআলো/শিলি