বর্ষসেরা সালাহ

বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক: ফুটবল রাইটার্স এসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলের এবারের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মত এই পুরস্কার জিতলেন তিনি।

এর আগে ২০১৮ সালে সেরা হয়েছিলেন তিনি। ৪৮ ভাগ ভোট পেয়ে সেরার পুরস্কার জিতলেন সালাহ। পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও তৃতীয় হওয়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে।

২৯ বছর বয়সী সালাহ চলতি মৌসুমে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। তার দলও ছুটছে দারুণ গতিতে।

মেয়েদের বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতেছেন চেলসির অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড স্যাম কার। ৪০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। পেছনে ফেলেছেন- আর্সেনাল স্ট্রাইকার ফিফিয়ানে মিডেমা ও সিটির লরেন হেম্পকে। চলতি মৌসুমের উইমেন সুপার লিগে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন কার। সালাহ এবং কার দুজনকেই পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ৫ মে।

বিআলো/শিলি