মৃত্যুর মিছিল চলছেই

মৃত্যুর মিছিল চলছেই

নিজস্ব প্রতিবেদক: করোনা যেভাবে সারা দুনিয়াকে অচল করে দিয়েছে তা অতীতে কখনো হয়নি। ক্ষুদ্র এক ভাইরাস তছনছ করে দিয়েছে সব। আতঙ্ক, উদ্বেগ তাড়া করছে কোটি কোটি মানুষকে। প্রতিদিন কেউ না কেউ তাদের প্রিয়জন হারাচ্ছেন। মৃত্যুর মিছিল যেনো থামছেই না। গত বছরের শেষের দিকে করোনা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসলেও নতুন বছরে ফের তাণ্ডব চালাচ্ছে এই মারণ ভাইরাসটি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৭৩৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের।

নতুন শনাক্ত ৩ হাজার ৭৩৭ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ৩৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৮৩০ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০ লাখে করোনায় শনাক্তের হার তিন হাজার ৪৫৩.৩৭ জন; সুস্থ তিন হাজার ১২৩.৪৯ এবং মৃত্যু ৫১.৮৫ জনের।

একদিনে মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২১ জন পুরুষ, বাকি ১২ জন নারী। তার মধ্যে ৩২ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৮৩০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৭১ জন, বাকি দুই হাজার ১৫৯ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৪ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগের ২৬ জন, চট্টগ্রাম বিভাগের ছয় জন ও রাজশাহী বিভাগের একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

বিআলো/শিলি