মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২১ পেলো আইপিডিসি ফাইন্যান্স

মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২১ পেলো আইপিডিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদকঃ দেশের লুপ্তপ্রায় লোকসংগীতকে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে  পৌঁছে দেওয়ার মহৎ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আইপিডিসিকে ‘মেধাস্বত্ব সুরক্ষা সম্মাননা ২০২১’ এ ভূষিত করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। ২৩ এপ্রিল ২০২১ বেলা ৩টায় আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মেধাসম্পদ সুরক্ষায় কপিরাইটের গুরুত্ব’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি-এর উপস্থিতিতে এ সম্মাননা ঘোষণা করা হয়।

আইপিডিসি ফাইন্যান্স এর পক্ষ থেকে মমিনুল ইসলাম, এমডি এবং সিইও এসময় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ বদরুল আরেফীন, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোঃ আবদুস সাত্তার, রেজিস্ট্রার, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর,  সাবিহা পারভীন, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সভাপতি, কপিরাইট বোর্ড। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাফর রাজা চৌধুরী, রেজিস্ট্রার অফ কপিরাইটস।