মানুষকে সচেতন হতে হবে : সুইটি

মানুষকে সচেতন হতে হবে : সুইটি

বিনোদন প্রতিবেদক: প্রথম লকডাউনে আমাদের অর্থনৈতিক চালিকা শুক্তি থেকে শুরু করে সব কিছুতে ধস নামে। কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের কিছু বিষয় মেনে নিতে হচ্ছে। এদিকে গতকাল সোমবার থেকে আবারও এক সপ্তাহের লকডাউন শুরু হয়ে গেছে। এই সময়ে আমরা যদি ঘরে না থেকে বাইরে অযথা ছুটাছুটি করি তাহলে করোনা সংক্রমণ থামানো যাবে না। এভাবে কথাগুলো বললেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় নানা রকম সচেতনতার পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করছেন। তার ভাষ্য, শিল্পী হিসেবে আমাদেরও দায়িত্ব-কর্তব্য আছে। সাধারণ মানুষকে সচেতন করতে না পারলে করোনার বিপর্যয় ঘটবে। আমাদের মনে রাখা প্রয়োজন বেঁচে থাকলে আমরা কাজ করতে পারবো।

একটা সময় এই অভিনেত্রীকে নিয়মিত পর্দায় দেখা যেত। কিন্তু এখন আর আগের মতো অনেক কাজ করছেন না জানান। মনের মতো গল্প ও চরিত্র পেলেই সেই কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনের ‘পিছুটান’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী। এটির নির্মাতা জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, বাংলাদেশ টেলিভিশনের নিজস্বতা আছে। তাদের কাজের ধরণ অন্য রকম। এরমধ্যে এই নাটকের নির্মাতা জাহিদ হাসান। তিনি অভিনয়ের বাইরে দারুণ নির্মাণ করেন। তাই এই নাটকে অভিনয় করছি। টিভি নাটকের বাইরে প্রথমবারের মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাকে দেখা যাবে ‘ওভার টাইম’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। এটি পরিচালনা করেছেন সামির।

আগামীতে ওয়েব সিরিজ নাটক- চলচ্চিত্রের মতো দর্শকের কাছে বিনোদনের একটি মাধ্যম হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। অভিনয়ের বাইরে সুইটি রাজনীতিতেও সক্রিয় আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য এ তারকা।

আগামীতে অভিনয় নাকি রাজনীতিতে থাকবেন? উত্তরে তিনি বলেন, অভিনয়ের মাধ্যমে আজকে এই অবস্থানে এসেছি। তাই অভিনয় কখনো ছাড়বো না। অভিনয়ের পাশাপাশি অন্য সব কাজ করে যাবো।

বিআলো/শিলি