রামোসকে টপকে গেলেন রোনালদো

রামোসকে টপকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১২তম গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রীতি ম্যাচে তার দল পর্তুগালও পেয়েছে দাপুটে জয়। কাতারকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ঘরের মাঠ এস্তাদিও আলগার্ভেতে ৩৭তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল।

গত মাসে সাবেক ইরানিয়ান স্ট্রাইকার আলী দায়ীর ১০৯ গোলের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ৩৬ বছর বয়সী তারকা। ১৮১তম ম্যাচ খেলতে নেমে এবার সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।

সেই সঙ্গে সাবেক রিয়াল সতীর্থ সার্জিও রামোসকে টপকে ইউরোপের সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় শীর্ষে বসলেন রোনালদো। তবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় রেকর্ডটি গড়তে আর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে পর্তুগিজ উইঙ্গারকে।

দেশের জার্সিতে ১৯৫ ম্যাচ মাঠে নেমে এই তালিকার শীর্ষে আছেন ১৯৮৪ সালে অবসর নেওয়া সাবেক মালয়েশিয়ান সেন্টার-ব্যাক সোহ চিন আন। এই তালিকায় রোনালদো অবস্থান পাঁচে।

শনিবার কাতারের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন হোসে ফন্তে। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রোনালদোর বদলি হিসেবে মাঠ নামা রাফায়েল লিও। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকেই দুটি গোল হাতছাড়া করেন তিনি। ম্যাচের শেষ মিনিটে পর্তুগালের তৃতীয় গোলটি করেন আন্দ্রে সিলভা।

বিআলো/শিলি