হতদরিদ্র শিশুদের ঈদ উপহার বিতরণ করলেন মালেক সংসদ

হতদরিদ্র শিশুদের ঈদ উপহার বিতরণ করলেন মালেক সংসদ

ইবনে ফরহাদ তুরাগ: মালেক সংসদের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মুন্সির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকার রায়েরবাগ এলাকায় স্বপ্নপূরণ পাঠশালার পক্ষ থেকে হতদরিদ্র মানুষ ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গত, ১১ই মে (মঙ্গলবার) সকালে রাজধানীর কদমতলী থানার আওতাধীন রায়েরবাগ সংলগ্ন মদিনাবাগে ২৫০ পরিবারের মাঝে সেমাই, চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। তাছাড়া অর্ধশতাধিক শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।

উক্ত আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নপূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক মুন্সী, স্থানীয় ব্যবসায়ী আক্তার উজ্জামান আক্তার, মামুন পাঠান ও রফিকুল ইসলাম জীবন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলী থানার সর্বসময়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর। শিশুদের মুখে হাসি ফোটাতে তিনি স্বপ্নপূরণ পাঠশালায় যেকোন প্রোগ্রাম হলে ছুটে আসেন। তিনি স্বপ্নপূরণ পাঠশালার  উত্তরোত্তর সাফল্য কামনা করেন। স্বপ্নপূরণ পাঠশালার এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এসময় উপস্থিতি ছিলেন, স্বপ্নপূরণ পাঠশালার চেয়ারম্যান, এটিএন বাংলার সাংবাদিক পারভেজ ইমাম। আয়োজনটি পরিচালনায় সহযোগিতা করেন, আকাতারুজ্জামান, আক্তার হোসেন মামুন পাঠান, রফিকুল ইসলাম জীবন, জাহাঙ্গীর মিয়া, আলি আকবর, খান মোজাম্মেল হক মিঠু, ডিস বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজনে ছিলেন, মেহেদি হাসান বাবুল, সুমন, শাহিন, সালাম, মেহেদি, দিলা, সুজন, মনির, মিলন, সাব্বির, মানিক, সাকিল সহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

এসময় স্বপ্নপূরণ পাঠশালার পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন হতদরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন- পবিত্র ঈদ উপলক্ষ্যে, প্রতিবছরের ন্যায় এবারও মালেক সংসদের অর্থায়নে স্বপ্ন পূরণ পাঠশালা এর পক্ষ্য হতে আমাদের এই মানবিক উদ্যোগ, আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমরা যেনো আমাদের এই কার্যক্রম আরও বড়ো পরিসরে করতে পারি।

তিনি আরও বলেন, মহান আল্লাহ-তা-আলার অশেষ রহমতে আমার শ্রদ্ধেয় বড় ভাই যুব সমাজের আইকন মোঃ আব্দুল মালেক মুন্সির নির্দেশে আজ ৩’শতাধিক অসহায় শিশুর মাঝে ঈদের পাঞ্জাবি, জামা এবং সেমাই, চিনি বিতরণ করলাম। মিয়া ভাই যেন সর্ব সময় সুস্থ থাকেন দোয়া করি।

উল্লেখ্য যে, স্বপ্নপূরণ পাঠশালা শিশুদের শিক্ষার বিকাশের জন্য একটি মানব সেবা মূলক শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে অসহায় শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এখানে খাবারের ব্যবস্থা সহ শিশুদের সার্বিক দিক থেকে সহায়তা করা হয়। এই প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন।

সভাপতির দায়িত্বে রয়েছেন সামাজিক সেবামুলক সংগঠন মালেক সংসদ এর প্রতিষ্ঠাতা, যুব সমাজের আইকন, অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর হাতেম তাই মোঃ আব্দুল মালেক মুন্সি। তাদের অক্লান্ত পরিশ্রমে অসহায় শিশুরা এইখানে পেয়েছে শিক্ষার ঠিকানা।

বিআলো/শিলি