অধিকৃত গোলানে জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক: ১৯৬৭ সালে ছয় দিন যুদ্ধ চালিয়ে সিরিয়া থেকে ইসরায়েল বেশিরভাগ কৌশলগত মালভূমি দখল করে। পরবর্তীতে ১৯৮১ সালে গোলানকেও নিজেদের ভূমির সঙ্গে সংযুক্ত করে। গোলান মালভূমির নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকলেও এতদিন এটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ব্যবহার করে আসছিল সিরিয়া।
তবে সম্প্রতি আসাদ সরকার পতনের পর সিরিয়া থেকে হুমকি আসতে পারে এমন অভিযোগ এনে দেশটির গোলান মালভূমির দখল নিয়েছে ইসরায়েল।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির এক সপ্তাহ না যেতেই অধিকৃত গোলান মালভূমিতে নিজেদের জনসংখ্যা দ্বিগুণ করার কথা জানিয়েছে ইসরাইল।
এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘গোলানকে শক্তিশালী করা ইসরায়েল রাষ্ট্রকে শক্তিশালী করছে। আর এটি এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা এটিকে ধরে রাখব, এটিকে প্রসারিত করতে এবং এখানে স্থির হতে চেষ্টা করব।’
গোলান দখল ও নিজেদের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। এ ব্যাপারে তিনি বলেন, ‘সিরিয়ার সঙ্গে সংঘাতে আমাদের কোনো আগ্রহ নেই। সিরিয়ায় ইসরাইলি কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ‘সিরিয়া থেকে সম্ভাব্য হুমকিকে ব্যর্থ করা এবং আমাদের সীমান্তের কাছে সন্ত্রাসী উপাদানের দখল প্রতিরোধ করা।’
জানা গেছে, প্রায় ৩১ হাজার ইসরাইলি অঞ্চলটিতে বসতি স্থাপন করেছেন। যাদের অনেকেই আঙ্গুর ক্ষেত ও পর্যটনসহ কৃষিকাজ করেন।
বিআলো/শিলি