অনলাইন চাকরি ও প্রতারণা: সতর্ক করল বিশেষজ্ঞরা
dailybangla
05th Nov 2025 5:06 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ফেসবুকে সয়লাব ভুয়া চাকরির বিজ্ঞাপন। এমন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা- সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাবলাইম সিকিউরিটি।
প্রতারকরা কেএফসি, রেড বুল, ফেরারি সহ বড় ব্র্যান্ডের নামে চাকরির ভুয়া ইমেইল পাঠাচ্ছে। ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় নকল চাকরি প্ল্যাটফর্মে, যা দেখতে আসল ওয়েবসাইটের মতো। লগইন করলেই চুরি হয়ে যাচ্ছে ফেসবুক তথ্য।
বিশেষজ্ঞরা বলছেন, অচেনা ইমেইল, সন্দেহজনক ওয়েবসাইট ইউআরএল ও অফিসিয়াল পেজের সঙ্গে মিল না থাকা লিংক দেখে প্রতারণা শনাক্ত করা যায়। এছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখলে ঝুঁকি অনেক কমে।
বিআলো/শিলি



