অনিবন্ধিত ৩৩ রাজনৈতিক দলের এক প্ল্যাটফর্মে নতুন জোটের আত্মপ্রকাশ
জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ—সম্মিলিত সমমনা জোটের যাত্রা শুরু
এস এম আনোয়ার হোসেন অপু: জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গতকাল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল অনিবন্ধিত ৩৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সমমনা জোট’।
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের আহ্বায়ক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার-এর সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের সদস্য সচিব মোহাম্মদ আবু আহাদ আল মামুন (দিপু মির)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুল ইসলাম, এস এম জাকির হোসেন, বাবু নিউটন অধিকারী, জোট নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান, সৈয়দ নাজমুল ইসলাম, মনসুর রহমান পাশা, বাহাদুর মিয়া, মোস্তাফিজুর রহমান, আরিফুর রহমান, অ্যাডভোকেট নাজমুন নাহার, সাদিকুল ইসলাম, এম এ জলিল, হারুনুর রশিদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইলিয়াত চৌধুরী, সাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, কবি ইসমাইল হোসেন জনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা রাষ্ট্রের নতুন কাঠামো ও সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা জাতীয় প্রস্তাবনা ঘোষণা করেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, বৈষম্যমুক্ত নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত নির্বাচন, রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি সহজীকরণ, কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদার, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারীর আসন বৃদ্ধি, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, ভিক্ষুক পুনর্বাসন, বেকার ভাতা চালু, জলবায়ু সহনীয়তা, প্রবাসী কল্যাণ, চাকরির বয়সসীমা ৩৫ বছর, সর্বজনীন অবৈতনিক শিক্ষা, প্রতিটি জেলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ,সহ আরও গুরুত্বপূর্ণ দাবি।
জোটের আহ্বায়ক ডা. এস এম সরওয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে একটি মানবিক, স্বচ্ছ ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে আমাদের এই সম্মিলিত উদ্যোগ।
অনিবন্ধিত ৩৩টি দলের ঐক্যবদ্ধ এই জোট ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ



