অনুভবে
dailybangla
11th Dec 2024 3:41 pm | অনলাইন সংস্করণ
কামরুন নাহার শিপু
কি নিবিড় শান্ত চাহনি!
ও দু’টি আঁখি কি কথা বলে! প্রিয় বলো?
মায়াবী মুখে যেন জোছনা ছড়ায় আলো
অস্থির চঞ্চল বিবাগী এ মন সারাক্ষণ
আবেশে তনুমন শিহরণ অনুক্ষণ।
চকিত মনের মধুর মিলন।
অধীর আবেগে অনুভবে ভালোবাসা
মিশে রবে আজীবন হৃদয়ে হৃদয় গাঁথা
পাখি ডাকা ভোর উদাস দুপুর শ্রান্ত কায়ায়
মিশে রবে প্রিয় মায়াবী আঁচল ছায়ায়
আলো আঁধারির দোদুল দোলায়;
হলুদ শাড়ির উত্তরী হাওয়ায়।
চকিত মনের কোনে
সজিবতা পাই ক্ষণে ক্ষণে।
অসহ্য ভালো লাগা দোলা দেয় প্রাণে
নীলাঞ্জনার নীলে প্রজাপ্রতি পাখা মেলে
অনুভবে অনুরাগে দু’টি হিয়া দোলে।