• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অনুরাগের বর্ষবরণ অনুষ্ঠানে স্টার সম্মাননায় ভূষিত ইভান শাহরিয়ার সোহাগ 

     dailybangla 
    23rd Jan 2026 11:23 pm  |  অনলাইন সংস্করণ

    হৃদয় খান: নৃত্যশিল্পে দীর্ঘদিনের নিষ্ঠা, সাধনা ও সৃজনশীল অবদানের স্বীকৃতি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। বর্ষবরণের আনন্দঘন আয়োজনে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে ‘স্টার সম্মাননা’ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজন পরিণত হয় শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলনমেলায়।

    অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিএনপি।

    অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। সভাপতিত্ব করেন অভিনেত্রী রুবিনা আলমগীর, সভাপতি, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।

    অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে স্টার সম্মাননায় ভূষিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। নৃত্যাঙ্গনে দীর্ঘদিনের নিষ্ঠা, শৈল্পিক উৎকর্ষ এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

    সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইভান শাহরিয়ার সোহাগ বলেন, “একটি সম্মাননা একজন শিল্পীর দীর্ঘ সময়ের পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি। এমন স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় এবং সামনে আরও ভালো কাজ করার শক্তি জোগায়। নৃত্য আমার কাছে শুধু একটি শিল্পমাধ্যম নয়, এটি আমার জীবনচর্চা।”

    তিনি আরও বলেন, “এই পথচলায় অনেক বাধা ও সংগ্রাম ছিল, তবে দর্শকের ভালোবাসা ও এমন সম্মাননাই আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আজকের এই সম্মাননা আমার একার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমার শিক্ষক, সহকর্মী, পরিবার এবং সেই সব মানুষ, যারা শুরু থেকে আমার পাশে ছিলেন।”

    ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, শিল্পচর্চার মাধ্যমে সমাজের সৌন্দর্য ও মূল্যবোধ তুলে ধরা সম্ভব। ভবিষ্যতেও নৃত্যের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরও দূরে, আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করে যাবো।”

    উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ বাংলাদেশের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত কাজ করে আসছেন। নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ পর্যন্ত তিনি এক হাজারেরও বেশি সম্মাননা অর্জন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে। শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যের সমন্বয়ে তিনি নিজস্ব একটি স্বতন্ত্র শৈল্পিক পরিচয় তৈরি করেছেন।

    বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অতিথি ও দর্শকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও প্রেরণাদায়ক আয়োজন।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031