অনৈতিক সম্পর্কের অভিযোগে পাবিপ্রবি শিক্ষককে অব্যাহতি
এস এম আলমগীর চাঁদ, পাবনা: ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম সুব্রত কুমার বিশ্বাস। তিনি ঐ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও পাবনার ঈশ্বরদী পৌরসভার পোস্ট অফিস এলাকার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঐ শিক্ষক দীর্ঘদিন ধরে সমাজকর্ম বিভাগের এক মুসলিম ছাত্রীর সঙ্গে প্রেম করছিলেন। জানা গেছে, ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ঐ শিক্ষক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু তিনি পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিয়েছিলেন ভুক্তভোগী ছাত্রী। এরপর বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটির রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া যায়। গত মঙ্গলবার বিভাগের পক্ষ থেকে ঐ শিক্ষককে ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে তদন্ত রিপোর্ট পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কোবরা বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা পেয়েছি। এ কারণে ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক সকল কার্যক্রম থেকে ঐ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আব্দুল আওয়াল বলেন, বিষয়টি ঐ বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ