অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন আ. লীগ নেতা হানিফের
dailybangla
09th Aug 2024 8:32 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানান।
ফেসবুক স্ট্যাটাসে মাহবুবউল আলম হানিফ লিখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিআলো/শিলি