অন্যায়কারী পুলিশের অবশ্যই বিচার হবে: সারজিস আলম
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জের শহীদ পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় কালে পুলিশের যদি বিচার না হয় তাহলে রাষ্ট্রের অন্য একজনের বিচার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক সারজিস আলম।
গতকাল রবিবার সকাল ১০টায় সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের একটি সমন্বয়ক টিম মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসে পৌঁছান। এরপর জেলা-উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় দুই ঘন্টার আলোচনায় অংশ নেন। পরে দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জের শহীদ পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল চারটায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ছাত্র-জনতার সঙ্গে সমন্বয়ক কমিটির মতবিনিময়। মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে সারজিস আলম বলেন, কোনো একজন পুলিশ যদি আইনের বাইরে গিয়ে, অতি উৎসাহিত হয়ে ফ্যাসিস্ট সরকারের তোষামোদকারী হয়ে ছাত্রদের উপর গুলি চালায়, হামলা করে, রক্তাক্ত করে তাহলে সে পুলিশ হোক, পুলিশের অফিসার কিংবা যেই হোক না কেন তাদের বিচার এই বাংলাই হতে হবে। পুলিশের যদি বিচার না হয় তাহলে রাষ্ট্রের অন্য একজনের বিচার প্রশ্নবিদ্ধ হবে।
আমাদের জায়গা থেকে দৃঢ় বিশ্বাস করি বিগত ১৬ বছরে আমরা যে বিষয়গুলো দেখেছি ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এক প্রকার নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে থানা পুলিশদের পেছনে ঘুরতে হয়েছে, আদালতে চক্কর কাটতে হয়েছে রিমান্ডের পর রিমান্ড হয়েছে। জামিন না মঞ্জুর হয়েছে।
বিআলো/তুরাগ