অপহরণের ৪ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক: অপহরণের চারদিন পর ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার ডোবা থেকে আহনাফ আল নাশিত (১০) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার।
নাশিত শহরের গ্রামার স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ও ছাগলনাইয়ার মাইন উদ্দিন সোহাগের ছেলে।
জানা গেছে, ৮ ডিসেম্বর সন্ধ্যায় সহপাঠীদের সাথে ফেনী শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায় নাশিত। রাত ৮ টার দিকে সবাই বাসায় ফিরলেও নিখোঁজ হয় সে। পরদিন তার বাবার কাছে একটি অজ্ঞাত নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন নিশাতের বাবা।
মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আশরাফ হোসেন তুষার (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের দেওয়ানগঞ্জের একটি ডোবা থেকে নিশাতের লাশ উদ্ধার করা হয় এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, দাবিকৃত মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে নিশাতকে হত্যা করা হয়।
বিআলো/শিলি