• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অপুর দাবি 

     dailybangla 
    11th Jun 2025 11:12 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ঢালিউডের কিং শাকিব খান। কারণ এ বাংলা চলচ্চিত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ অভিনেতা একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মাতিয়ে রেখেছেন।

    ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। তার ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির পর থেকেই শোবিজ অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছে। দর্শক থেকে সমালোচক সব মহলেই দারুণ প্রশংসা কুড়াচ্ছে। রায়হান রাফী পরিচালিত এই ছবিতে ভরপুর অ্যাকশন এবং টানটান উত্তেজনাপূর্ণ গল্পের কারণে প্রথম থেকেই দর্শকদের পছন্দের শীর্ষে ছিল ‘তাণ্ডব’। এই সিনেমায় শাকিব খান ছাড়া আরও আছেন জয়া আহসান, সাবিলা নূর। এ ছাড়া আফরান নিশো, সিয়াম আহমেদকেও অতিথি চরিত্রে দেখা যাবে।

    কিন্তু এই তাণ্ডবের মাঝেই আরও একটি ঝড় উঠেছে। ছেলে আব্রাম খান জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নতুন আলোচনা। তাদের প্রশ্ন আবারও কি এক হচ্ছেন শাকিব-অপু? সে প্রশ্নের উত্তর অভিনেত্রীর মুখ থেকেই শোনা যাক।

    এদিকে প্রেক্ষাগৃহে যখন চলছে তাণ্ডব, তখন পরিবারের সঙ্গে ঈদের ছুটি উপভোগ করছেন কিং খান। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এবং সেই ভিডিও সমর্থন করে অভিনেত্রী অপু বিশ্বাস দাবি বলেছেন আবারও এক হচ্ছে পরিবারটি। কারণ অপু-শাকিবের ছেলে জয় যেন তাদের সম্পর্কের সাঁকো।

    ভিডিওতে আরও দেখা যায়, পুরো পরিবার একই রকম মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে বসছেন শাকিব ও আব্রাম, পেছনে অপু বিশ্বাস। ছেলে আব্রামের হাতে ছিল একটি ব্যাগ। একত্রে সবাইকে দেখা পাওয়ায় ভক্তদের কাছে অন্য রকম মনে হয়েছে। বেশ কিছু দিন ধরে শোনা গুঞ্জন চলছে আবারও এক হচ্ছেন তারা।

    এ ঘটনার পর ভক্তদের মনে আর সন্দেহ রইল না যে, আবারও বড় বউ অপুর কাছে ফিরছেন শাকিব খান। তবে নেটিজেনদের একাংশ বলছেন, স্ত্রী হিসেবে অপু বিশ্বাস তার আগের জায়গা না পেলেও সন্তানের মা হিসেবে শাকিব খান তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ভিডিওটি দেখে নেটিজেনদের অনুমান ঢাকার একটি মার্কেটে ছেলেকে নিয়ে কেনাকাটায় গিয়েছিলেন শাকিব খান। সন্তানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করেন শাকিব-অপু। যে গাড়িতে তারা ফিরছিলেন, সেটি অপু বিশ্বাসের গাড়ি, জানিয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র।

    ঘনিষ্ঠ সূত্র জানায়, অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্কটা স্বাভাবিকই রয়েছে। শাকিবের মা-বাবা এবং বোনের সঙ্গেও অপুর ভালো সম্পর্ক রয়েছে। আর অপু বিশ্বাসের বাসায় শাকিবের যাওয়া-আসা না থাকলেও শাকিবের বাসায় যাওয়া-আসা করেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন এই ঢালিউড অভিনেত্রী।

    যদিও এর আগে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, অপু বিশ্বাস ও বুবলী দুজনই এখন আমার অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। তবে তারা আমার দুই সন্তানের মা। সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যতটা সম্মান রাখা দরকার সেটুকু থাকবে।

    উল্লেখ্য, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করলেও আট বছর ধরে বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা। ২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ করে অপু বিশ্বাস তার ছয় মাসের শিশু জয়কে নিয়ে টেলিভিশন লাইভে বিয়ের কথা ফাঁস করলে চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় ক্ষুব্ধ শাকিব খান তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031