• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    অপো বাংলাদেশের ১০ম বর্ষপূর্তি 

     dailybangla 
    03rd Nov 2024 8:31 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে ‘সুপার অফার’ নিয়ে হাজির হয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে এই ঘোষণা দিতে পেরে অপো আনন্দিত। অপো ফ্যানদের অনন্য অভিজ্ঞতার জন্য উৎসবের থিম ‘সুপার অফার’-এর মাধ্যমে নির্ধারিত কিছু সুপার ডিভাইসে বিশেষ পুরস্কার ও ছাড় দেওয়া হয়েছে।

    বিশেষ এই উদযাপনে বাংলাদেশে অপো’র পথচলার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার। গ্রাহকরা অপো রেনো১২ এফ ৫জি-তে ৫,০০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন, ফলে এই ডিভাইসটির দাম হবে মাত্র ৩৭,৯৯০ টাকা। একই পরিমাণ ছাড়ে অপোপ্রেমীরা মাত্র ২৯,৯৯০ টাকায় পেয়ে যাচ্ছেন অপো রেনো১২ এফ ৪জি স্মার্টফোনটি। এছাড়াও ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ অপো এ৬০ বর্তমানে ২,০০০ টাকা মূল্যছাড়ের পর ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

    এছাড়াও গ্রাহকরা ‘অপো এ৩ সিরিজ কম্বো বক্স’ এবং ‘অপো রেনো১২ এনকো গিফট বক্স’- এর মতো উপহারগুলোও নিশ্চিতভাবে পেতে পারেন। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর উৎসবমুখর পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এই আকর্ষণীয় অফারের সমাহার। উৎসবের আনন্দে যুক্ত হয়ে এই অফারের মাধ্যমে অপো ভক্তরা একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করবেন।

    অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, আমাদের ফ্যানরা সবসময় পারফরমেন্স ও উদ্ভাবনকে নতুন উচ্চতায় পৌঁছতে অনুপ্রাণিত করে। ও ফ্যানস ফেস্টিভ্যাল তাদেরকে অকর্ষণীয় পুরস্কার ও ডিসকাউন্ট অফারের সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশে আমাদের ১০ম বার্ষিকীর উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।
    ও ফ্যানস ফেস্টিভ্যাল হল ভক্তদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যা উচ্ছ্বাস, চমক এবং অবিশ্বাস্য সব অফারে ভরপুর। এই উৎসব উদযাপনে অংশগ্রহণ করতে এবং দারুণ সব অফার পেতে গ্রাহকদেরকে নিকটস্থ অপো স্টোর বা অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছে যেতে হবে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031