• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অফিসে ঢুকে যে দোয়া পড়লে কাজকে বরকতময় হবে 

     dailybangla 
    14th Aug 2025 11:15 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মানুষের সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য। দিনের শুরুতে আল্লাহর স্মরণ জীবনকে প্রশান্ত ও বরকতময় করে তোলে।

    তাই দিনের শুরুটা যেন হয় আল্লাহর স্মরণে, এটাই একজন মুমিনের শান। যদি কর্মজীবী হন, অফিসে প্রবেশের পর কয়েক মিনিট সময় নিয়ে কিছু সহজ আমল করতে পারেন, যা সারাদিনের কাজকে বরকতময় করে তুলবে। আপনার কাজ সুন্দর হবে। আল্লাহ খুশি হলে বান্দা খুশি হতে বাধ্য। তাই অফিসের বসও খুশি হবে। প্রমোশন পাওয়া যাবে। কাজে বরকত হবে।

    যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বে, এটি তার জন্য যথেষ্ট হবে। (তিরমিজি, ৩/১৮২)

    যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বে, এটি তার জন্য যথেষ্ট হবে। (তিরমিজি, ৩/১৮২)

    আমলগুলো হলো, অফিসে ঢুকেই কাজ করার আগে কয়েবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

    হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার ‘سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ’ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কিছু কেউ উপস্থাপন করতে পারবে না, তবে যে বেশি আমল করবে। (মুসলিম, ২৬৯২)

    অফিসে বসেই বা ডেস্কে কাজ শুরু করার আগে নীরবে এ জিকিরটি করতে পারেন। সুরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত করুন, হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বে, এটি তার জন্য যথেষ্ট হবে। (তিরমিজি, ৩/১৮২) অফিসের কাজ শুরুর আগে কুরআনের এই তিনটি সুরা তিলাওয়াত করলে আল্লাহর হেফাজত ও বরকত নেমে আসে।

    আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক

    যদি কেউ সন্ধ্যায় বলে—‘أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ’—তাহলে সে রাতে কোনো বিপদে পড়বে না। (মুসলিম, ২৭০৯)

    সকালেও এই দোয়াটি পড়লে অফিসে, বাইরে বা যাতায়াতে আল্লাহর সুরক্ষা মিলবে ইনশাআল্লাহ।

    আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

    রসুলুল্লাহ ﷺ বলেন, প্রতিদিন ১০০ বার ‘أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ’ বললে, তার গুনাহ ক্ষমা করা হবে। (বুখারি, ৬৩০৭; মুসলিম, ২৭০২)

    অফিসের টেবিলে বসেই কাজের ফাঁকে কয়েক মিনিট সময় নিয়ে এ ইস্তিগফার পড়তে পারেন। বেশি বেশি ইস্তিগফার পাঠে তিনটি লাভ হয়। এক. তার পেরেশানি দূর হয়, দুই. কোনো মসিবতে পতিত হলে উদ্ধার হয়। তিন. আল্লাহ অজানা জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন।

    ফজরের পরের বিশেষ দোয়া, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি‘আন, ওয়া রিযকান ত্বায়্যিবান, ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান।

    অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবন মাজাহ, ৯২৫)

    অফিসে কাজের শুরুতে এই দোয়াটি পড়া খুবই উপকারী। হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া। যে সাতবার ‘حَسْبِيَ اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ’ পড়বে, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবেন। (আবু দাউদ)

    প্রতিদিন অফিসের শুরুতে এই আমল করলে মানসিক প্রশান্তি ও আল্লাহর ওপর নির্ভরতা বাড়ে।

    সকালবেলা অফিসে ঢুকেই কয়েক মিনিট সময় নিয়ে আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত ও দোয়া পড়া শুধু আত্মিক শান্তিই দেয় না, বরং সারাদিনের কাজেও বরকত আনে। হাদিস অনুযায়ী, এসব সকালবেলার আমল নিয়মিত করলে আল্লাহর রহমত ও সুরক্ষা লাভ করা সম্ভব।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930