অবকাঠামোগত দক্ষতা উন্নয়নে দেড় মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
dailybangla
28th May 2024 6:16 pm | অনলাইন সংস্করণ
সজীব আলম, লালমনিরহাট: অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে প্রভাতী প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে দেড় মাসব্যাপী এ আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব টি.এম.এ মমিন। এসময় তিনি সকল প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আত্মনির্ভরশীল হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট (আইএফএডি) এর অর্থায়নে এবং ইকো স্যোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে শহরের তালুক খুটামারা বানভাসা এলাকার ইএসডিও’র অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা টেকনিক্যাল সেন্টার ফর হিউম্যান ডেভলপমেন্ট (টিটিএইচডি), লালমনিরহাট প্রশিক্ষণ কেন্দ্রে ৫টি ট্রেডে ১০০ জন বেকার যুবক যুবতীকে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের বিটিইবি কর্তৃক সদনপত্র এবং সাড়ে চার হাজার টাকা ভাতা হিসেবে প্রদান করা হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান হাসান। আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, জেলা লাইভলীহুড অফিসার, এলজিইডি-প্রভাতী প্রকল্প, লালমনিরহাট ।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালন করেন ইএসডিও’র সিনিয়র অ্যাসিসটেন্ট প্রোগ্রাম কো অর্ডিনেটর জনাব মোঃ তোফাজ্জল হোসেন এবং সার্বিক তত্বাবধান করেন ইএসডিও’র জেলা ফোকাল মোঃ বজলার রহমান। এ সময় ইএসডিও’র অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি