অবশেষে আসছে ‘থ্রি ইডিয়টস ২’, চিত্রনাট্য চূড়ান্ত
dailybangla
10th Dec 2025 3:16 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: বলিউডের সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল অবশেষে নিশ্চিত হয়েছে। পরিচালক রাজকুমার হিরানি নতুন গল্পের চিত্রনাট্য সম্পন্ন করেছেন এবং ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হবে।
পিংকভিলার প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ অপেক্ষার পর আবার পর্দায় ফিরছে র্যাঞ্চো, ফারহান এবং রাজুর গল্প। ২০০৯ সালের প্রথম ছবিটি যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন চলচ্চিত্রের কাহিনি।
গল্পে তুলে ধরা হবে পনেরো বছর পর তিন বন্ধুর জীবনে ঘটে যাওয়া পরিবর্তন, তাদের পথচলার নতুন মোড়। আগের মতোই গুরুত্বপূর্ণ চার চরিত্রে অভিনয় করবেন আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমন জোশি।
চলচ্চিত্রটির কাজ শুরু হওয়া পর্যন্ত আমির খান ও রাজকুমার হিরানি তাদের পরিকল্পিত দাদাসাহেব ফালকে- এর জীবনাভিত্তিক সিনেমার কাজ সাময়িকভাবে স্থগিত রেখেছেন।
বিআলো/শিলি



