• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অবশেষে স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ 

     dailybangla 
    09th Aug 2025 4:23 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন: অবশেষে দীর্ঘ বিরতির পর স্টেজ শো’তে ফিরছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব, বাংলাদেশের গানের অহংকার, চিরসবুজ সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। একমাত্র ছেলে নিবিড়কে নিয়েই কানাডায় হাসপাতালে দীর্ঘদিন ধরেই আছেন কুমার বিশ্বজিৎ। সেখানে সঙ্গে তার স্ত্রীও আছেন। কিন্তু সময়ের ধারাবাহিকতায় চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় নিবিড় এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। তাই কুমার বিশ্বজিৎ সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এবার স্টেজ শো’তে ফিরবেন। একজন সঙ্গীতশিল্পীর বড় আনন্দের জায়গা, ভালোলাগার জায়গা হলো স্টেজ। স্টেজ-এ দাঁড়িয়ে শ্রোতা দর্শককে গান শোনাতেই একজন শিল্পীর বেশি ভালোলাগে। সেই ভালোলাগা পেতেই কুমার বিশ্বজিৎ স্টেজ শো’তে ফিরছেন। আগামী ২৩ আগস্ট অষ্ট্রেলিয়ার মেলবোর্নে একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফিরছেন।

    এরপর একে একে আগামী ২৪ ও ৩০ আগস্ট এবং ৬ ও ৭ সেপ্টেম্বর অষ্ট্রের্লিয়ার আরো পাঁচটি স্টেট-এ সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ বলেন, ‘সত্যি বলতে কী আমার ছেলে নিবিড় যখন দুর্ঘটনায় কবলিত হয় সেই সময় থেকে আজ অবধি সারা পৃথিবীর আনাচে কানাচে বসাবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমি আমার ছেলের জন্য যে ভালোবাসা পেয়েছি, যে দোয়া পেয়েছি তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। প্রতিনিয়ত তারা নানান মাধ্যমে আমার ছেলের খোঁজ নিয়েছেন। তারা আমার ছেলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তাতে সত্যিই মুগ্ধ আমি। তো সেইসব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা জানাতে আমি তাদের সামনে আবার গানে গানে হাজির হচ্ছি। তাদের সামনে দাঁড়িয়ে গানতো শোনাবই, সেইসঙ্গে আমি তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করতে চাই।

    কারণ ঈশ্বরের অসীম কৃপায় আর মানুষের দোয়া ও ভালোবাসায় নিবিড় এখন বেশ খানিকটা সুস্থ। সে যেন দ্রুত পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে এই দোয়াই চাই আমি। যারা আমাকে অষ্ট্রেলিয়াতে পরপর পাঁচটি শো করার সুযোগ করে দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ কুমার বিশ্বজিৎ প্লে-ব্যাক করার জন্য বেশ কয়েকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার যে অবদান সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি আগামীতে একুশে পদকেও শিগগিরই ভূষিত হবেন এমন আশাবাদও অনেকের। কারণ শুধু গায়ক হিসেবেই নয়, একজন সুরকার সঙ্গীতশিল্পী হিসেবেও তার বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যথেষ্ট অবদান রয়েছে।

    তিন বছর আগে বইমেলাতে প্রকাশিত হয়েছিলো কুমার বিশ্বজিৎ-এর আত্মজীবনী মূলক বই ‘এবং বিশ্বজিৎ’। কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই বইটি প্রকাশ হওয়ার পর, আমার মনে প্রায়শই কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল-জীবনে আমি এমন কী করেছি যার জন্য আত্মজীবনীর মতো মহৎ কিছুর প্রয়োজন? সঙ্গীতে আমার আসলে কতটা অবদান আছে? আমার মনে হয় সঙ্গীতে আমার অবদান খুব কম। তবুও, আমার জীবনের অনেক ঘটনা লিপিবদ্ধ আছে এই বইতে যা আমি আমার দীর্ঘ যাত্রায় রেখে এসেছি। ‘এবং বিশ্বজিৎ’ মূলত আমার জীবনের অপঠিত পৃষ্ঠাগুলি খুলে দেওয়া।

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930