অবসরপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পাল আর নেই
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মাছিমপুর এ. এল. এম. উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ- প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পাল গত ৩১ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার দিবাগত রাতে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও স্ট্রোকসহ বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন।
তিনি মৃত্যুকালে এক পুত্র, দুই কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, প্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বর্গীয় দীনেশ চন্দ্র পাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর আত্মার চিরশান্তি কামনায় আগামী ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, নিজ বাড়ীতে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রার্থনা সভায় উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
বিআলো/এফএইচএস



