অবসর নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক
dailybangla
03rd Sep 2024 2:46 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: এবার অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জেতা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতেও গোলকিপার ছিলেন তিনি। জাতীয় দলের অভিষেকের পর খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ।
২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি। আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।
বিআলো/শিলি