• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    অভিনেত্রী থেকে লেখিকা সাবিলা নূর 

     dailybangla 
    03rd Mar 2025 11:33 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে এরই মধ্যে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন।

    কিন্তু অভিনয়শিল্পীর বাইরেও তিনি নতুন আরও একটি পরিচয়ে এবার আত্মপ্রকাশ করেছেন। অমর একুশে বইমেলার শেষ দিকে এসে খানিকটা নীরবেই প্রকাশ করেছেন নিজের লেখা বই। প্রকাশের আগে এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করেননি এ অভিনেত্রী। মেলার শেষবেলায় এসে নিজের বইয়ের প্রচ্ছদ শেয়ার করে বিষয়টি জানান সাবিলা।

    তার প্রথম বইয়ের নাম ‘ভালোবাসা অতঃপর’। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়।

    এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার মধ্যেই টুকটাক লিখি। আসলে ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই আমি। তাই নীরবেই প্রকাশ করা। তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি। আমার সঙ্গে রয়েছেন সালাম রাসেল নামে একজন লেখক।’

    এদিকে সাবিলা লেখক হিসাবে এবার আত্মপ্রকাশ করলেও লেখালেখি করেন বেশ আগে থেকেই। চর্চাটা ছোটবেলা থেকেই। সেই লেখা কেবল তার নোটবই বা ডায়েরিতেই সীমাবদ্ধ নয়। তার লেখা গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় সেই নাটকে অভিনয়ও করেন সাবিলা। এরপর ২০২২ সালে এ অভিনেত্রী লেখেন দর্শকনন্দিত নাটক ‘রিদিকার গল্পটি’।

    এ নাটকে তিনি অভিনয় করেন, সঙ্গে ছিলেন ইয়াশ রোহান। আরও কিছু নাটকের প্রস্তুতিও আছে বলে জানিয়েছেন অভিনেত্রী। সাবিলা নূর এখন নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয়ের পাশাপাশি সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এক সাক্ষাৎকারে গণমাধ্যমে জানিয়েছিলেন ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই তাকে বড় পর্দায় দেখা যাবে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31