• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    অর্থনৈতিকভাবে ‘কঠিন সময়’ পার করছি: অর্থ উপদেষ্টা 

     dailybangla 
    12th Nov 2024 2:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের ভুলত্রুটি আছে কিন্তু সেগুলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না।

    মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    উপদেষ্টা বলেন, আমরা শহিদদের সব সময় স্মরণে রাখবো। শুধু স্মরণে রাখা নয়, তাদের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলিত হয় সেটা আমাদের খেয়াল করতে হবে। আহতদের চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি, আমরা শহিদের পরিবার ও আহতদের পরিবারের পাশে থাকবো। এটা আমাদের অঙ্গীকার।

    দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্বব্যাংক অর্থ ছাড় করে এসডিএফকে দিয়েছে। সরকার এটার যাতে সঠিক ব্যবহার করতে পারে সে নির্দেশনা দেয়া আছে। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি, ভুলত্রুটি আছে কিন্তু সেগুলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না।

    বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহিদ মো. আবু সাঈদের পরিবারসহ এসডিএফ সদস্যভুক্ত ৭ জন শহিদ পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দিয়েছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংস্থাটি। এছাড়া প্রতিষ্ঠানটির সদস্যভুক্ত গুরুতর আহত ১৬ জন সদস্যকে ১ লাখ টাকা ও ৩৩ জন আহত সদস্যকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

    অর্থ সহায়তা ছাড়াও শহীদ পরিবারগুলোকে প্রকল্প থেকে দেয়া ঋণের বকেয়া কিস্তি মওকুফ করা হয়েছে এবং নিহত ও আহত পরিবারের বেকার সদস্যদের বিভিন্ন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সভায় বলা হয়, এসডিএফ কর্তৃক প্রদত্ত অর্থে আহত পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় সংকুলান না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও অর্থ সহায়তা দেয়া হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031