অসহায় বুলুর হাতে ক্ষুদ্র ব্যবসা তুলে দিল টিম জেড, বদলে গেছে জীবন
এ.বি.এস রতন, নওগাঁ: মনওগাঁর পাশ্ববর্তী সান্তাহার রেলস্টেশনের পাশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এক অসহায় ব্যক্তির হাতে ক্ষুদ্র ব্যবসা তুলে দিয়েছে সামাজিক সংগঠন ‘টিম জেড’। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বুলু আহম্মেদ নামে ওই ব্যক্তির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
বুলু আহম্মেদ আগে একটি চালের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে কর্মস্থলে হঠাৎ দুর্ঘটনায় তিনি শারীরিকভাবে আংশিক অক্ষম হয়ে পড়েন। ফলে স্বাভাবিক চলাফেরা ও আগের মতো কাজ করা তার পক্ষে সম্ভব হয়নি। সংসারের দায়িত্ব পালনে উপার্জনের কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন।
একদিন ভিক্ষা করার সময় টিম জেডের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি নিজের জীবনের করুণ বাস্তবতা তুলে ধরে জানান, ছোট একটি ব্যবসার সুযোগ পেলে তিনি আর ভিক্ষা করবেন না। তার আত্মমর্যাদাবোধ ও স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে টিম জেড তাকে সহযোগিতার আশ্বাস দেয়।
এরই ধারাবাহিকতায় সান্তাহার রেলস্টেশনের পাশে আনুষ্ঠানিকভাবে বুলুর হাতে একটি ক্ষুদ্র ব্যবসার উপকরণ তুলে দেওয়া হয়। সংগঠনের নেতারা জানান, এ উদ্যোগের মাধ্যমে তাকে আত্মনির্ভরশীল করে তোলাই তাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন টিম জেডের উপদেষ্টা তৌরিকুল ইসলাম তপু, জাহানে মোতায়েন যুক্ত, সাইফুল ইসলাম সাফি, সোহাগ হাসান, টিম জেড লিডার আব্দুল্লাহ আল নাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
টিম জেডের নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



