অসুস্থ থাকায় ইশরাকের রিমান্ড শুনানি পেছাল
বিআলো প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত আগামী ১৩ জুন রিমান্ড শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
কারাগারে অসুস্থ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৩০ মে) রিমান্ড শুনানি থাকলেও তাকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকাণ্ডে গত বছরের ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানায় ইশরাকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা।
মামলায় বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া আরেফী ছাড়াও অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সোরাওয়ার্দীকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে ইশরাকের বিরুদ্ধে হওয়া ১২ মামলায় জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করলে আদালত ১১টি মামলায় জামিন দেন। তবে রাষ্ট্রদ্রোহের ওই মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিআলো/শিলি