অস্ট্রেলিয়ার নতুন আইন: শিশুদের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা!
বিআলো ডেস্ক: অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর করতে যাচ্ছে; এমন উদ্যোগে উদ্বেগ জানিয়ে ইউটিউব বলেছে, এতে শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে।
ইউটিউবের বক্তব্য, নতুন আইন তাদের গড়ে তোলা শক্তিশালী প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থাকে দুর্বল করে দেবে। আইন কার্যকর হলে অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ বা কনটেন্ট ব্লক করার সুযোগও হারাবেন। শিশুরা কেবল অ্যাকাউন্ট ছাড়া ভিডিও দেখতে পারবে।
অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউটিউব নিজেই যদি স্বীকার করে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য অনিরাপদ হতে পারে, তাহলে সমস্যার সমাধানও তাদেরই করা উচিত।
নতুন আইন না মানলে প্ল্যাটফর্মগুলোকে প্রায় ৫ কোটি ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এছাড়া বিদ্যমান অ্যাকাউন্ট বন্ধ ও নতুন অ্যাকাউন্ট তৈরি ঠেকাতেও বাধ্য করা হবে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, টুইচ, রেডিট, থ্রেডস ও কিক- সবই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
এদিকে কম পরিচিত অ্যাপ- লেমন৮ ও ইয়োপ- এর ব্যবহার হঠাৎ বেড়েছে কিশোরদের মধ্যে, যা নতুন করে কর্তৃপক্ষের নজর আকর্ষণ করেছে।
বিআলো/শিলি



